পাথরঘাটায় পুঁটি মাছের বরশিতে ২৮ হাজার টাকার বাঘা পাঙ্গাস
পাথরঘাটায় বলেশ্বর নদীতে এক জেলের বরশিতে ৩২ কেজি ওজনের বাঘা পাঙ্গাস ধরা পরেছে। মাছটি ইউনুচ নামের এক মাছ ব্যাবসায়ী পদ্মা স্লুইজ ঘেট বাজার থেকে পাইকারি কিনে পাথরঘাটা বাজাররে এনে মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। আজ ভোর ৪টার দিকে পদ্মা গ্রামের কবির নামের এক জেলের বরশিতে এ মাছটি ধরা পড়ে।
ইউনুচ মিয়া জানান, “গ্রামের প্রবাদ আছে পুইট্টা বরশিতে ভোল মাছ’ এখন দেখছি সত্যিকারে পুইট্টা বরশিতে ৩২ কেজি ওজনের বাঘা পাঙ্গাস ধরা পরছে। তিনি বলেন, কবির মিয়া বলেশ্বর নদীতে বরশি দিয়ে নিয়মিত মাছ ধরেন, এখন নদীতে ঢালা গোন চলছে। এ জন্য রাত ৪টার দিকে নৌকা ট্রলার যোগে ছোট ছোট টেংরা মাছ ধরার জন্য পুটি মাছের কোয়াটার ইঞ্চি সাইজের ১৬ নাম্বর বরশি নদীতে ফেলে সে বাড়িতে চলে আসে। পরে ভোর ৬টার দিকে বরশি ওঠাতে গিয়ে তার বরশিতে এই মাছটি ধরা পড়ে। সাথে আরও অনেক গুলে ৫/৭ কেজি ওজনের পাঙ্গাস ধরা পরেছে। তিনি আজ ৭০ হাজার টাকার মাছ বিক্রি করলেও বাঘা পাঙ্গাসটির দাম ধরা হয়েছে ২৯ হাজার টাকা। মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীর করেছে বাজারে।