পাথরঘাটা আশ্রয়ন প্রকল্পের পিলার নিয়ে খেলতে গিয়ে শিশু আহত
বরগুনার পাথরঘাটায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার নিয়ে খেলতে গিয়ে রাজু আহমেদ (১১) নামে এক শিশু আহত হয়েছে। আহত শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাকিল আহমেদ শিবু।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগী মায়া বেগম (৩৫) উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা।
মায়া বেগমের ভাই কামাল মাঝি জানান, বৃহস্পতিবার দুপুরে ভাগনে রাজু নির্মাণাধীন ওই ঘরের সামনে বসে কয়েকজন মিলে খেলছিল। এসময় হঠাৎ পিলারটি ভেঙে গায়ের উপর পরলে ডান হাতের কনুই ভেঙ্গে যায়।
এ বিষয়ে ইউপি সদস্য শাকিল আহমেদ শিবু জানান পিলারটি গতকাল বুধবার নির্মাণ করায় সম্পুর্ন ভাবে না শুকানোর আগেই পিলারটি নিয়ে নাড়াচাড়া করায় ভেঙে পরে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, আহত রাজু পিলারটি বেয়ে কয়েকবার উঠানামা করে। উপরের কোন আড়া দেয়ার আগেই অতিরিক্ত নাড়াচাড়ার কারনে আগলা হয়ে ভেঙে গিয়ে গায়ে পরে। তবে নির্মাণ কাজে কোন ধরনের অনিয়ম হচ্ছে না বলেও জানান তিনি।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বলেন, রাজুর ডান হাতের কনুইয়ের অংশের হাড় সম্পূর্ণ ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সরকারের দেয়া বরাদ্দ দিয়েই সঠিক ভাবে কাজ চলছে। যেহেতু ছোট ছোট ছেলেদের অসাবধানতাবশত একটি দুর্ঘটনা ঘটেছে। আমি সর্বাত্বক তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা জানান, আগের ইউএনও হুমায়ুন কবিরের সময়কালে আশ্রয়ণ প্রকল্প-২-এর খ নামের প্রকল্প বরাদ্দ দেয়া হয়। বর্তমানে প্রকল্প বাস্তবায়ন অফিস এ কাজ বাস্তবায়ন করছে বলে জানা তিনি।