বরগুনায় ইয়াবাসহ ৪ জন আটক
বরগুনা: বরগুনায় ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ধানসিঁড়ি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রকিব উদ্দীন আহম্মেদ দিপু, কামরুজ্জামান টুকু, আক্তারুজ্জামান রানা ও মো: খলিলুর রহমান মৃধা।
বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রকিব উদ্দীন আহম্মেদ দিপুর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
এন এ এস/পাথরঘাটা নিউজ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)