পাথরঘাটায় জামানত বাজেয়াপ্ত মেয়র প্রার্থীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারী ২০২১

পাথরঘাটায় জামানত বাজেয়াপ্ত মেয়র প্রার্থীর

পাথরঘাটা পৌরসভা নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুই মেয়র প্রার্থীর। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার।

তিনি জানান, গত শনিবার অনুষ্ঠিত পাথরঘাটা পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

বেসরকারি ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন আকন মেয়র নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৭। তার প্রতিদ্বন্দ্বী ৪ মেয়র প্রার্থীর ২ জন জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী সাহাবুদ্দিন সাকু (প্রাপ্ত ভোট ৪২৫), আওয়ামীলীগের বিদ্রোহী শাহ্ আলম মল্লিক (প্রাপ্ত ভোট ১৯৮)।

তিনি আরো জানান মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের নিচে ভোট পাওয়ায় তারা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)