বরগুনায় পৌঁছেছে করোনার টিকা, ৭ ফেব্রুয়ারী প্রদান শুরু
বরিশাল থেকে বরগুনা জেলার মানুষের জন্য ২৪ হাজার ডোজ করোনার টিকা পাঠানো হয়েছে।
আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ভাবে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হবে।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের আসলে সিভিল সার্জন ড. মারিয়া হাসান তা গ্রহণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিকসহ অন্যান্যরা।
সিভিল সার্জন কার্যালয়ের একটি কক্ষে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিন রাখা হয়েছে।
সিভিল সার্জন ড. মারিয়া হাসান জানান, বরগুনায় প্রথম ধাপে ২৪ হাজার ডোজ করোনা টিকা পেয়েছি। এ টিকা দেয়া হবে ১২ হাজার মানুষকে। টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে ৭ ফেব্রুয়ারি।