পাথরঘাটা পৌরসভায় নারী ভোটার বেশি
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে বরগুনার পাথরঘাটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশির ভাগ ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
পাথরঘাটা পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ১৪ হাজার ১৪৬। নির্বাচনে মোট নারী ভোটার ৭ হাজার ১৭৯ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৯৬৭ জন। সেখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ২১২ জন বেশি।
কয়েকজন নারী ভোটার জানান, লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করে ভোট দিচ্ছি। তবু একধরনের শান্তি পাচ্ছি।
নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন নৌকা প্রতীকের আনোয়ার হোসেন, ধানের শীষ প্রতীকের শাহাবুদ্দিন সাকু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ আলম মল্লিক ও জামায়াতের প্রার্থী মো. মাহবুবুর রহমান খান।
প্রিসাইডিং কর্মকর্তা শিশির কুমার বড়াল, মো. গোলাম হায়দার ও প্রকাশ চন্দ্র মন্ডল জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে।
সুত্রঃ প্রথম আলো