পাথরঘাটা পৌরসভায় আনোয়ার আকন বিপুল ভোটে বিজয়ী
বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মো. আনোয়ার হোসেন আকন নৌকা প্রতীক নিয়ে ৬০৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে পাথরঘাটা পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে। পরে ভোট গননার পর বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এ ফলাফল পাওয়া যায়।
পাথরঘাটা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌক মার্কার প্রার্থী মো. আনোয়ার হোসেন আকন ভোট বেশি পেয়েছেন। তথ্য অনুযায়ী তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হলেও এ ব্যাপারে সরকারি কোনো ঘোষণা এখনো আসেনি।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)