পাথরঘাটার রাজনৈতিক মাঠ যতই উত্তপ্ত থাকুক ভোট কেন্দ্রে এর প্রভাব পরবে না, ইউওনো সাবরিনা সুলতানা
পাথরঘাটার রাজনৈতিক মাঠ যতই উত্তপ্ত থাকুক ভোট কেন্দ্রে এর প্রভাব পরবে না বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাবরিনা সুলতানা।
গত কয়েকদিনের পাথরঘাটায় প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টির কারনে সুষ্ঠু ভোট হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাথরঘাটার উপজেলা প্রসাশনের প্রধান সাবরিনা সুলতানা আরো জানান, নির্বাচন কমিশনের দেয় নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে ৩০ জানুয়ারি ভোট গ্রহণের সকল কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরে ভ্রাম্যমাণ টহল দিচ্ছে। এছাড়া আজ বৃহস্পতিবার থেকে অতিরিক্ত নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবি মোতায়েন করা হবে পৌরশহরে। যাতে করে বহিরাগত কেহ শহরে প্রবেশ করে শান্তিশৃঙ্খলা বিঘ্ন না ঘটায় সেদিকে খেয়াল রাখা হবে।