পাথরঘাটায় সাংবাদিকের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ২০ লাখ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৭ জানুয়ারী ২০২১

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় মোহনা টেলিভিশনের পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার করেছে দুবৃত্তরা। এ হামলায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে পৌরসভার কেজি স্কুল রোডে এ ঘটনা ঘটে।

হামলার সময় ২ টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ৪টি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও দোকানের মালামাল ভাংচুর করে রাস্তায় ফেলে রাখে তারা।

সাংবাদিক সুমন মোল্লা জানান, পৌর নির্বাচন নিয়ে পাথরঘাটা থানার সামনে দুই গ্রুপের সংঘর্ষ বাদলে আমি দোকান থেকে বের হয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। তার কিছুক্ষন পরেই সুনতে পাই আমার দোকানে হামলা করেছে কিছু ছেলে। এ সময় আমার দোকানে রাখা ৪টি ক্যামেরা, দুইটি কম্পিউটার, দুইটি ল্যাপটপ ও দোকানের মামামাল ভেঙ্গে রাস্তায় ফেলে দেয় তারা। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেন আমার দোকানে হামলা, কারা করেছে? আমার দোকানের কর্মচারী ইয়াছিনকেও মারধর করেছে।

তিনি আরো জানান, দুদিন আগে আমাকে একজন মোবাইল ফোনে হুমকি দিয়েছিল তার ছেলেরা আমাকে ছারবেনা, আমার সন্ধেহ হয় সেই এগুলো করিয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ সরকার মুঠোফোন জানান, এ রকম ঘটনার কথা আমরা এখন পর্যন্ত জানিনা, আভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)