পাথরঘাটা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থলে পরিদর্শন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৩ জানুয়ারী ২০২১

পাথরঘাটা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থলে পরিদর্শন

বরগুনার পাথরঘাটায় বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

আজ বিকেলে তদন্ত কমিটি সরেজমিন ঘুরে পরিদর্শন করেছেন। গতকাল‌ জেলা প্রশাসক ঘটনার রহস্য উদঘাটন করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

ঘটনা স্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ শওকত হাসানুর রহমান রিমন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা প্রমুখ, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।

বরফ মিলের সিলিন্ডার বিস্ফোরণের পিছনে বিষয়কোন ধরনের কারিগরি ত্রুটি অথবা মালিক পক্ষের কোনো অব্যবস্থাপনা রয়েছে কি-না সে বিষয় গুলোকে সামনে রেখে বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে তদন্ত করবে এ কমিটি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)