পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ২১ পরিবার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৩ জানুয়ারী ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে ১১টি পরিবার ও কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে ১০টি পরিবারকে জমিসহ মাথাগোঁজার পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ওই ঘর সংশ্লিষ্ট দুই শতক জমির দলিলপত্রও হস্তান্তর করা হয়। পাথরঘাটা উপজেলা প্রশাসনের বিশেষ দিকনির্দেশনায় ওই জমির দলিলসহ একুশটি ঘর নির্মাণ করা হয়েছে।

পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র, অসহায় ও গরিব ২১টি পরিবারকে আশ্রয়ন-২ প্রকল্পের অধিনে নিজ নিজ ঘরের দলিলসহ প্রতিকী এ চাবি আজ শনিবার দুপুরে হস্তান্তর করা হয়।

সারাদেশের ন্যায় বরগুনার পাথরঘাটা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২১টি পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তরের এ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবির হোসেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, রায়হানপুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান রূপক, কাঠালতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান মো. ফরিদ খান, কাকচিড়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন সেন্টু, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুল ইসলাম এবং পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ জমি ও গৃহ হস্তান্তর করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)