পাথরঘাটায় নিহত শাহজাহানের পাশে উপজেলা প্রসাশন
বরগুনার পাথরঘাটা বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মী, অন্তঃসত্ত্বা সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এদের মধ্যে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ১২ জনকে।
শুক্রবার রাত ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের আলম মোল্লার মালিকানাধীন মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির হচ্ছে বরফ মিলের শ্রমিক শাহজাহান হোসেন সম্রাট (৫৫)। তিনি পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত শাহজাহান হোসেন সম্রাটের স্ত্রীর নিকট পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা মৃতদেহ পরিবহন ও দাফন বাবদ নগদ ২৫০০০ টাকা প্রদান করেন। ঘটনার পর থেকেই
ঘটনার পরপরই বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন হাসপাতালে উপস্থিতি হয় খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় ঔষধ ও শীতবস্ত্র বিতরণ করেন।