পাথরঘাটায় জনপ্রিয়তার শীর্ষে থাকা নৌকা প্রার্থীর বিজয় ঠেকাতে কালোটাকা ও ষড়যন্ত্রে লিপ্ত জামাত সহ চার প্রার্থী
আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার পাথরঘাটায় নৌকা মার্কার প্রার্থী জনপ্রিয়তায় দেখে জামায়াত-বিএনপি মিলে অবৈধ কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন।
এমন অভিযোগে বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় আনোয়ার হোসেন আকন লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, তাকে ঠেকাতে অন্য চার প্রার্থী জোট বেঁধেছে। এ জোটের নেতৃত্ব দিচ্ছেন জামায়াত নেতা মাহবুবুর রহমান খান। তিনিই তাদের সাথে মিলে তার অবৈধ ভাবে অর্জিত সম্পদ দিয়ে সহযোগীতা করে আসছেন।
তিনি আরো বলেন, মাহবুব খান জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত এবং তাদের সাথে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাছারা মোস্তাফিজুর রহমান সোহেল মাদক ব্যাবসা ও বিএফডিসি ঘাট থেকে শ্রমিকদের টাকা আত্নসাত ও তাদের জিম্মি করে প্রতি বছর কয়েকশো কোটি টাকা আত্নসাত করেছে। সেই টাকা মানুষের মাঝে বিলি করছে।
বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। বুধবার এমপিকে জড়িয়ে একটি পত্রিকায় নানা প্রপাগান্ডা ছড়িয়েছে। তিনি এর প্রতিবাদ জানান।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান জুয়েল জানান, মোবাইল ফোন প্রতীক প্রার্থী মাহবুবুর রহমান খান জামায়াতের নেতা। তাকে বিজয়ী করতে সারাদেশের জামায়াত নেতারা অর্থ জোগান দিচ্ছেন। তিনি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থীদের নিয়ে ঐক্য গঠন করেছেন।
মাহবুবুর রহমান খান সাংবাদিকদের জানান, এই সংবাদ সম্মেলন নৌকা প্রতীকের প্রার্থীর কূটকৌশল। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো দূরের কথা, আমাদের তারা ঘর থেকেই নামতে দিচ্ছে না। আমি কোনো জামায়াত নেতা নই, ঠিকাদারি ব্যবসা করি। ৩০ বছর আগে শিবির করতাম।