বৃষ্টি হতে পারে ৩ বিভাগে
অনলাইন ডেস্কঃ
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের কারণে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াাস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মার্চ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)