সাকিব কন্যা আলাইনা যখন ফুটবলার
অনলাইন ডেস্কঃ বাবা বিশ্বসেরা অল-রাউন্ডার। না, শুধু ক্রিকেটেই নয়। জীবনের অনেক ক্ষেত্রেই অল-রাউন্ডার তিনি। সতীর্থদের প্রিয় ‘ময়না’ বিজ্ঞাপনে সাবলীল অভিনয় থেকে শুরু করে রান্না-বান্নাও করেন। নতুন চমক হিসেবে এবারের বইমেলায় সাকিবের বই প্রকাশ হয়েছে! ‘হালুম’ নামের শিশুতোষ সেই বইটি এখন হটসেলার! সবার মনে প্রশ্ন, সাকিবের আর কী কী গুণ প্রকাশের অপেক্ষায় আছে?
বিশ্বসেরা অল-রাউন্ডারের একমাত্র মেয়ে আলাইনা হাসান আব্রি। বাবা-মেয়ের দারুণ সব মুহুর্ত সোশ্যাল সাইটের কল্যাণে সবময়ই দেখে থাকেন ভক্তরা। দিনে দিনে সাকিবের মিষ্টি মেয়েটি হয়ে উঠেছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর ভালোবাসার কন্যা। মেয়েকে সবসময় কাছে কাছে রাখার চেষ্টা করেন সাকিব। কোনো সফর গেলেও স্ত্রী-কন্যাকে নিয়ে যান। এবার বাবা-মেয়েকে দেখা গেল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আজ ১২ ফেব্রুয়ারি সোমবার বিকালে চোট পাওয়া আঙুলে ফিজিওথেরাপি নিতে বিসিবির মেডিক্যাল কার্যালয়ে আসেন সাকিব। যথারীতি বাবার সঙ্গে এসে গেছে মেয়ে আলাইনা। থেরাপির কাজ শেষ করে ফাঁকা শের-ই-বাংলার সবুজ ঘাসে মেয়েকে নিয়ে ফুটবল খেলায় মেতে ওঠেন সাকিব। উপস্থিত সাংবাদিকরা শেষ বিকেলে বেশ একটা চমৎকার দৃশ্য উপভোগ করার সুযোগ পান।
মজা করেই একজন বিশ্বসেরা অল-রাউন্ডারকে প্রশ্ন করেন, ‘মেয়েকে ফুটবলার বানাবেন নাকি?’ জবাবটাও বেশ মজা করেই দেন সাকিব, ‘মেয়েকে আমেরিকার ফুটবল টিমে খেলাব। ওখানে নাকি টাকা-পয়সা বেশি… হাহাহাহা।’ এরপরই আবার মেয়েকে নিয়ে মেতে ওঠেন ফুটবল খেলায়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তবে ইনজুরির কারণে এই সিরিজ মিস করবেন ছোট ফরম্যাটের অধিনায়ক।
এ এম বি/ পাথরঘাটা নিউজ