ঢাকাগামী লঞ্চের ধাক্কায় নারী যাত্রীর পা বিচ্ছিন্ন
ভোলার দৌলতখানে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর নামে এক যাত্রীর বাম-পা বিচ্ছিন্ন হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটায় দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করেন।
আহত ওই যাত্রী দৌলতখান উপজেলার নুরমিয়াট এলাকার সালাউদ্দিনের স্ত্রী।
আহত ওই যাত্রীর পরিবারের সদস্যরা জানান, আজ সন্ধ্যায় ওই যাত্রী ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা করে লঞ্চঘাটে আসেন। রাত সাড়ে আটটা নাগাদ ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় ওই যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)