মঠবাড়িয়ায় গত এক বছরে অর্ধ শতাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত এক বছরে (২০২০) উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০ টি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মঠবাড়িয়া থানায় ৫০ টি নিয়মিত মাদক মামলা হয়েছে। এছাড়া থানায় দায়ের হওয়া এজাহারীয় পলাতক মাদক মামলার ১০ আসামী ও আদালতে দায়ের হওয়া সি.আর মামলার সাজাপ্রাপ্ত মাদক মামলার ১২ আসামী গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মঠবাড়িয়া থানার এস আই শাহানাজ পারভীন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৩নং ওয়ার্ড (ওয়াপদা স্লুইজগেট) এলাকা থেকে মাদক ব্যবসায়ী পরিবারের মা-মেয়েকে ১৩‘শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিগত বছরের মতো চলতি বছরেও এ অভিযান অব্যাহত থাকবে।