তালতলীতে মা বাড়ি ফিরে না আসায় ছেলের আত্মহত্যা
পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ফিরে না আসায় ছেলে আত্মহত্যা করেছে। বরগুনার তালতলীতে মা আর স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় মা বাবার বাড়ির চলে গেলে ছেলে বাবুল মৃধা মাকে ফিরিয়ে আনতে নানা বাড়ি যায়। সোমবার সকাল থেকে ছেলে বাবুল মৃধা (৩২) মা পিয়ারা বেগমকে বাড়ি ফিরিয়ে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়ির পথে ফিরে আসে। বাবুল মৃধা বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকে।
বুধবার বিকালে বাড়ির পিছনে রেইনট্রি গাছে আত্মীয়-স্বজন বাবুল মৃধার মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দিল পুলিশ মৃতদেহ উদ্বার করে। বাবুল মৃধার পারিবারিক সূত্র থেকে জানা যায়, ২০১২ সালে বাবুল মৃধার সাথে মনিরা বেগম (২০) এর বিয়ে হয়। বিবাহের পর থেকেই শাশুড়ি আর পুত্রবধূর মধ্য বিরোধ শুরু হয়। সোমবার ছেলের অবর্তমানে শাশুড়ি আর পুত্রবধূর মধ্য ঝগড়া হলে বাবুল মৃধার মা পিয়ারা বেগম বাবার বাড়ি চলে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, মৃৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।