ফেব্রুয়ারী মাসের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা
আগামী মার্চ থেকে ইউনিয়ন পরিষদের সাধারণ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। ইসির কর্মকর্তারা বলছেন, বিগত সময়ে ছয় ধাপে ইউপি নির্বাচন হলেও এবারে নয়-দশ ধাপে এ নির্বাচন শেষ করার চিন্তা করা হচ্ছে, সে অনুযায়ী সব প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে কমিশন। এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, আগামী মার্চের ২১ তারিখে বেশকিছু ইউপির মেয়াদ শেষ হবে।
তাই এর ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তা করা হচ্ছে।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট ও ইভিএমে দুই পদ্ধতিতেই ভোট গ্রহণ হবে। ইসির কর্মকর্তারা বলছেন, প্রথম ধাপের ভোট মার্চের মাঝামাঝি হতে পারে। দ্বিতীয় ধাপের ভোট মার্চের শেষে এবং এপ্রিলে তৃতীয় ধাপের ভোট হতে পারে। এ জন্য ফেব্রুয়ারির শুরুতে তফসিল ঘোষণা করবে কমিশন। এবার দলীয় প্রতীকে ব্যালট পেপারের পাশাপাশি উপজেলা সদরের ইউপিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। আইন অনুযায়ী আগামী ২১ মার্চের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করতে হবে কমিশনকে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল দেওয়া শুরু হবে। নির্বাচন চলবে বছরজুড়েই। গতবারের মতো আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে। চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।