পাথরঘাটায় পৌর নির্বাচনে মোট ৬১ জনের মনোনয়নপত্র জমা
বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার সময় পাথরঘাটা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলো, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পাথরঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকন,
বিএনপি মনোনীত প্রার্থী ও পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাকু, সতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান খান, মোস্তাফিজুর রহমান সোহেল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহ আলম মল্লিক।
এ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেয়া সময় আজ শেষ হয়েছে। তাছারা মনোনয়নপত্র বাছাই ০৩ জানুয়ারি, প্রত্যহারের শেষ সময় ১০ জানুয়ারি এবং আগামী ৩০
জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, পাথরঘাটা পৌর শহরে মোট ১৪ হাজার ১৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৬
হাজার ৯৬৭ ও মহিলা ৭ হাজার ১৭৯ জন।