রহস্য জনক নিখোঁজ! মঠবাড়িয়ায় নয় মাসেও ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি পুলিশ
মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্য জনক নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিন সিকদারকে (৩০) ৯ মাসেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।
ব্যবসায়ী মহিউদ্দিন উপজেলা পরিষদ গেট সম্মুখ সড়কে মুদি মনোহরীর ব্যবসা করত। সে উপজেলা বড়হারজী গ্রামের নুর ইসলাম সিকদারের পুত্র।
নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিনের বাবা নুর ইসলাম সিকদার জানান, নিখোঁজের ঘটনাটি রহস্য জনক মনে হওয়ায় মহিউদ্দিনের সাথে থাকা তার অপর পুত্র উজ্জ্বলসহ নামীয় দুইজন এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ২৮ জুলাই মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। কিন্তু পুলিশ আজ পর্যন্ত মহিউদ্দিনকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী শারমিন জানান, গত ৭ মার্চ মহিউদ্দিন নগদ ৬ লক্ষ টাকা নিয়ে দোকানের মালামাল ক্রয়ের জন্য ছোট ভাই উজ্জ্বলকে সাথে করে মঠবাড়িয়া থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ৮মার্চ সকালে উজ্জল তাকে মোবাইল ফোনে জানায় মহিউদ্দিন লঞ্চ থেকে নদীতে পড়ে গেছে। এরপর থেকে মহিউদ্দিনের আর কোন খোঁজ মিলছেনা।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদ্দুজ্জামান জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।