পাথরঘাটায় লজিক প্রকল্পের ষান্মাসিক সভা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্প উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সমন্বয়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রকল্প কর্মকর্তা সরফরাজ নেওয়াজ, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ও বরগুনা জেলা পরিষদের সদস্য এমএ খালেক, পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল, পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন নাহিদ, সাধারণ সম্পাদক এএসএম জসিম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক আমিন সোহেল প্রমুখ।
এ সময় সরফরাজ নেওয়াজ জানান, এ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার ৪টি ইউনিয়নে জলবায়ু সহনীয় র্স্মাট বোট, খাবার পানির জন্য পুকুরের সাথে ফিল্টার স্থাপন ও বৃস্টির পানি সংরক্ষন করা জন্য কাজ করে আসছে।