৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবসে বরগুনায় সেমিনার ও পুরস্কার প্রদান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

ছবিঃ সংগ্রহীত৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে বরগুনায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীর জন্য রচনা ও একাদশ এবং তদুর্ধ্ব শ্রেণির জন্য প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এ আয়োজন করে। প্রতিযোগীদের মধ্য থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান করা হয়েছে।

এছাড়াও ভার্চুয়াল মাধ্যম জুম ব্যবহার করে “যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত” প্রতিপাদ্যে জেলা পর্যায়ে সেমিনার আয়োজন করা হয়েছে।

সেমিনারে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমের ব্যক্তিবর্গ, সহকারী প্রোগ্রামারগণ, ফ্রিল্যান্সার ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ  সংযুক্ত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন জালা উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরগুনা এবং প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)