আদালতের রায় অমান্য করে বাড়ি দখলের চেষ্টা মঠবাড়িয়ায় পুলিশ ও নারী সহ ৪ জন আহত হওয়ার ঘটনায় মামলা
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া আদালত কর্তৃক জমি দখল বুঝিয়ে দেয়ার পর প্রতিপক্ষরা পুণঃরায় দখলের চেষ্টা ও হামলার ঘটনায় মামলা হয়েছে।
আহত স্বপন মৃধা বাদি হয়ে নজরুল ইসলাম (৪৬) কে প্রধান আসামী করে ৫ জন নামীয় ও আজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
নজরুল ইসলাম পৌর শহরের সবুজ নগর গ্রামের মৃত. আঃ লতীফ মৃধার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের প্রান কেন্দ্রে পৈত্রিক সূত্রে পাওয়া জমি প্রতিপক্ষরা দীর্ঘ দিন ধরে জবর দখল করে রাখে। ওই জমি আদালতের রায় পাওয়ার পর দু‘টি ঘরসহ সম্পত্তি লাল নিশান টানিয়ে মৃত. হাচান মেম্বরের পুত্র স্বপন মৃধাকে গত ২১ নভেম্বর বুঝিয়ে দেয় আদালত। আদালতের রায় অমান্য করে ওই জমির পাশের অংশে থাকা ভাড়াটিয়া মিরুখালী গ্রামের লতীফ মুন্সির ছেলে মহারাজ মুন্সির নেতৃত্বে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসীদল ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দেশীও অ¯্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা ও জবর দখলের চেষ্টা করে। এ সময় নারী ও পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়। ওই বাসার সামনে থাকা একটি প্রাইভেট কারও ভাংচুর করা হয়।
মঠবাড়িয়া থানা ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।