মঠবাড়িয়ায় দরিদ্র জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পরিচালিত এবং এসডিএফ বাস্তবায়িত ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আওতায় অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নে সোশ্যাল ডেভেলপমেনট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ড এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারী, এসডিএফ‘র বিভাগীয় কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্তকার্তা মনিকা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির আহম্মেদ, সমবায় কর্মকর্তা এমাদুল হক, ওসি (তদন্ত) আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, প্রমূখ।
সভায় এসসিএমএফ প্রকল্পের আওতায় অতি দরিদ্র ও দরিদ্র মৎস্য জীবিদের জীনবমান উন্নয়নে পরিচালিত কর্মকান্ড বাস্তবায়ন প্রক্রিয়ায় সকল পর্যায়ের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের নিকট থেকে সহযোগিতার কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।