পাথরঘাটায় সাংবাদিকের ক্যামেরার উপর হামলার ঘটনায় থানায় জিডি
বরগুনায় পথরঘাটায় সাংবাদিকের ক্যামেরায় হামলার ঘটনায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার রাতে পর পাথরঘাটা থানায় এ জিডি করেন মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন মোল্লা।
সাংবাদিক সুমন মোল্লা ও এএসএম জসিম জানান, আজ দুপুর ১২ টার দিকে সরকারী অনুমোদন বিহীন ক্লিনিকগুলোর তথ্য সংগ্রহ করতে সরেজমিনে কয়েকটি ক্লিনিকে আন তারা। পরে মাজেদা ক্লিনিকের সামনের প্রধান সড়ক থেকে ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে ক্লিনিক মালিকের ছেলে নবীন হঠাৎ ভিতর থেকে বের হয়ে ক্যামেরার উপর হামলা করে ভাংচুরের করার চেস্টা করে। এসময় অন্য সাংবাদিকরা সেই ভিডিও মোবাইল থেকে ধারন করে। পরে সেখান থেকে তারা চলে এসে সন্ধার পরে পাথরঘাটা থানায় জিডি করেন।
উল্লেখ্য, বরগুনার পাথরঘাটায় মাজেদা কিনিক ও ডায়গনস্টিক সেন্টারের সামনের সড়ক থেকে মোহনা টিভির সাংবাদিক সুমন মোল্লা, পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত এর পাথরঘাটা সংবাদদাতা
এএসএম জসিম ছবি নিতে চাইলে ক্যামেরার ভাংচুর করার চেস্টা করে কিনিকে মালিকের ছেলে নবীন।