পাথরঘাটায় মাজেদা ক্লিনিকের সামনে থেকে ছবি নিতে গেলে ক্যামেরার উপর হামলা
বরগুনার পাথরঘাটায় মাজেদা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের সামনের সড়ক থেকে মোহনা টিভির সাংবাদিক সুমন মোল্লা, পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত এর পাথরঘাটা সংবাদদাতা এএসএম জসিম ছবি নিতে চাইলে ক্যামেরার ভাংচুর করার চেস্টা করে ক্লিনিকে মালিকের ছেলে নবীন।
সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল সড়কের ওই ক্লিনিকের সামনে এঘটনা ঘটে।
সাংবাদিকরা জানান, পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন সড়কে ব্যাঙের ছাতার মতো অনুমোধনহীন ক্লিনিক গজিয়ে ওঠার তথ্য সংগ্রহ করতে সরেজমিনে কয়েকটি ক্লিনিকে যায়। পরে মাজেদা ক্লিনিকের সামনের প্রধান সড়ক থেকে ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে ক্লিনিক মালিকের ছেলে নবীন হঠাৎ ভিতর থেকে বের হয়ে ক্যামেরার উপর হামলা করে ভাংচুর করার চেস্টা করে। এসময় অন্য সাংবাদিকরা সেই ভিডিও মোবাইল থেকে ধারন করে। পরে সেখান থেকে তারা চলে আসে।
তারা আরো জানান, পাথরঘাটা থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
ক্লিনিক মালিক সেলিম রেজা জানান, আমি তাৎক্ষনিক সুনেই চলে আসছি। আমার ছেলে ভুল করছে তার বিচার আমিই করবো।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক মো. সাইদ আহমেদ জানান, এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।