পাথরঘাটায় তারুন্যের আলো মানবকল্যান সংগঠনের ‘মানবতার দেয়াল’

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটা পৌরশহরের লঞ্চঘাটের ব্রিজের উত্তর পাড়ের পশ্চিম পাশে একটি জামে মসজিদ। তার কিছুটা সামনেই রয়েছে ব্রিজের নিচের দেয়াল আর এই দেয়ালেরই এক পাশে গড়ে তোলা হয়েছে ‘মানবতার দেয়াল’। দেয়ালে ঝুলানো সাইনবোর্ডে লেখা আছে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিসটি এখানে রেখে যান এবং প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান’। দেয়ালের হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়সহ বিভিন্ন ধরনের পোশাক।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজের নিচে ওই দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে প্রায় ২০টি বিভিন্ন ধরনের পোশাক। পৌর এলাকার সচ্ছল মানুষরা দেয়ালে রেখে যাচ্ছেন তাদের অব্যবহৃত ও বাড়তি পোশাক। আর সেগুলো দুস্থ মানুষরা যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাচ্ছেন। এই বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো মানবতার দেয়াল। কয়েক দিনেই অভাবী মানুষের কাছে এটি সুখের খবর হয়ে উঠেছে। এখান দিয়ে আসা-যাওয়ার পথে সহজে অনেকেরই চোখ আটকে যায় এ দেয়ালে।

মানবতার দেয়াল প্রসঙ্গে তারুন্যের আলো মানবকল্যান সংগঠনের সভাপতি মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, আমরা মনে করি আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে কিন্তু কারও কাছে কিছু চাইতে লজ্জাবোধ করে। এসব সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটানোই দেয়ালের উদ্দেশ্য। মানবতার দেয়াল প্রতিষ্ঠার মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলেই সার্থক বলে মনে করেন তারা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)