পাথরঘাটায় এমপি রিমনের প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মামলা
বরগুনা ২ আসনেরএমপি শওকাত হাসানুর রহমান রিমনের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীন ফোন পাথরঘাটা অফিস চুরির ঘটনায় পাথরঘাটা থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবউদ্দিন।
এর আগে গত ২৫ নভেম্বর রাত্র আনুমানিক রাত ১কা হতে ভোর ৪ টার মধ্যে এমপি রিমনের ভাড়া বাসা পৌর শহরের ৮নং ওয়ার্ড শহিদ আঃ সামাদ ভবনের গ্রামীন ফোন এর অফিস থেকে ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও মোবাইলের রিচার্জ কার্ডের ৪,৭৯,৪৫৬ টাকা চুরি হয়। যার মধ্যে ৯ টাকা মূল্যের রিচার্জ কার্ড ১৪,৫০০টি। ১০ টাকা মূল্যের ৭,০০০টি। ১৯ টাকা মূল্যের ৭,৫০০টি। ২০ টাকা মূল্যের ৭,০০০টি। সর্বমোট রিচার্জ কার্ড কমিশন বাদে ৪,৭০,৬১০ টাকা। এবং নগদ ৮,৮৪৬/- টাকা চুরি হয় মর্মে মামলায় উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাইদ আহমেদ জানান এমপি মহোদয়ের ব্যাবসায়ী প্রতিষ্ঠান চুরির ঘটনায় অজ্ঞাত নামা উল্লেখ করে আজ শুক্রবার বিকেলে থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে হচ্ছে।