গভীর সমুদ্রে ডাকাতি! পাথরঘাটা থেকে ৩ লাখ টাকার জাল উদ্ধার
গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গত সোমবার বিকেলে পাথরঘাটা থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানান এ ব্যাপারে পাথরঘাটা থানায় ট্রলারমালিক হালিম বিশ্বাস একটি মামলা দায়ের করেছেন।
এদিকে গভীর বঙ্গোপসাগর থেকে লুন্ঠিত তিন লাখ টাকার জাল উদ্ধার করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত সাঈদ আহমেদ।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আটকৃতদের কারাগারে প্রেরণের পর থেকেই শুরু হয় লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান। এর মধ্যে গত মঙ্গলবার সদর ইউনিয়নের রুহিতা গ্রাম থেকে এবং গতকাল বুধবার পাথরঘাটা পৌর এলাকার টেংরা সড়ক থেকে লুন্ঠিত জাল দড়ি উদ্ধার করে হয়েছে। যা মামলার বাদী হালিম বিশ্বাস সনাক্ত করেছে।