পাথরঘাটায় ছয় ঘণ্টায় কুকুরের আক্রমণে আহত ছয়
বরগুনার পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ বেড়ে গেছে। পাগলা কুকুরের কামড়ে ছয় ঘণ্টায় ছয়
জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর আগেও কয়েক জনকে কামড়িয়ে আহত করার সংবাদ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা পৌর এলাকার বিভিন্ন স্থানেই বেওয়ারিশ কুকুরের উপদ্রপ বেড়ে গেছে। এরফলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রাস্তায় আতঙ্কে চলাফেরা করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্লাবনী তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে কুকুরের কামড়ে আহত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
তিনি আরো জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)