পটুয়াখালীতে অপহৃত কিশোরী পাথরঘাটায় উদ্ধার, গ্রেফতার ৩
পটুয়াখালীর রাঙ্গাবালীর ১৭ বছরের এক কিশোরীকে অপহরণের ৩ দিন পর বরগুনা থেকে উদ্ধার করেছে র্যাব-৮। একই সাথে এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর) রাত ১০টার দিকে বরগুনা জেলার পাথারঘাটা উপজেলার রূপধন কাটাখালি ৪নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- অপহরণকারী রাঙ্গাবালি উপজেলার লাউকাঠি ইউনিয়নের মৃত আইন আলীর ছেলে নাসির হাওলাদার (৩৭),বরগুনা জেলার পাথারঘাটা উপজেলার রূপধন কাটাখালি ৪নং ওয়ার্ড এলাকার নয়ন মোল্লা ও সকিনা বেগম।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি লাউকাঠি এলাকা থেকে ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় নাসির হাওলাদার (৩৭)। এর পরে অপহৃত কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানায় একটি নিখোঁজ জিডি করেন যার ডায়রী নং-৪৮৪ । এর পরে বরগুনা জেলার পাথারঘাটা উপজেলার রূপধন কাটাখালি ৪নং ওয়ার্ডের নয়ন মোল্লা ও সকিনা বেগম নাসির হাওলাদারকে আশ্রয় দেয়। পরে র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরী ও আটককৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কিশোরীর বড় ভাই বাদী হয়ে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।