পাথরঘাটায় বীরাঙ্গনা পারুল রানীর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শোক বার্তা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১২ নভেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় বীরাঙ্গনা পারুল রানীর (৯০) রানীর মৃতুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম. সানাউল হকের স্বাক্ষরিত একটি শোক বার্তা পাঠান মৃতু পারুল রানীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামে।

এর আগে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বিরঙ্গনা পারুল রানী।

পরদিন শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলার নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) পারুল রানী মিস্ত্রীকে (৯০) যথাযথ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। মৃতুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মনোহর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা, ছেলে মনমথ মিস্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবং দেবর কর্নধর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের শোক বার্তায় জানানো হয়, ‘ পারুল রানী নির্ভিক সাক্ষি, শত প্রতিকুলতার মাঝেও দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধকালে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রমানে তদন্তকালে সাক্ষ প্রদান করেছেন। তার এই মাজসি কার্যক্রমের ফলে মানবতাবিরোধী অপরাধের মামলাটি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে তদন্তকার্য করা করা সম্ভবপর হয়েছে। তার মৃতুতে আমরা গভীরভাবে শোকাহত ও তার আত্নার মাগফিরাত কামনা করছি। বিরঙ্গনা পারুল রানীর পরিবারের সদস্যদের কল্যাণ, সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্য সকল সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেছেন ওই শোকবার্তায়।

এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার, বিরঙ্গনা পারুল রানীর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মনমথ মিস্ত্রী, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন ও গবেষনা প্রতিষ্ঠান ‘ আমরা মুক্তিযুদ্ধকে জানি’র প্রতিষ্ঠাতা সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক এএসএম জসিম প্রমুখ। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধি মো. জুলফিকার হায়দার বীর মুক্তিযোদ্ধা মনমথ মিস্ত্রীর হাতে শোক বার্তা ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)