২০২১ সালে সরকারি ছুটির দিন গুলো একনজরে দেখে নিন!
২০২১ সালে সাধারণ ছুটি পড়েছে ১৪ দিন। আর নির্বাহী আদেশে ছুটি আছে আট দিন। এই মোট ২২ দিনের ছুটির মধ্যে ৭ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, অর্থাৎ শুক্র ও শনিবারে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, উল্লিখিত ছুটি ছাড়াও আগামী বছর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ঐচ্ছিক ছুটি রয়েছে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে ২০১৯-২০ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)