পাথরঘাটায় সেলেস্টিয়াল টেক লিমিটেডের আধুনিক ফিসিং যন্ত্রপাতি ব্যাবহারের সেমিনার
বরগুনার পাথরঘাটায় জেলেদের আধুনিক ফিসিং যন্ত্রপাতি ব্যাবহারের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার সময় সেলেস্টিয়াল টেক লিমিটেডের আয়োজনে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সেলেস্টিয়াল টেক লিমিটেডের সেলস ইঞ্জিনিয়ার মুন্না সিকদার, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানির হোসেন, বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাসুম আকন প্রমুখ।
মুন্না সিকদার জানান, এই যন্ত্রের মাধ্যমে জেলেরা সমুদ্রে মধ্যে থেকে গভীরতা, দিক নির্ণয় ও মাছের স্থান নির্ধারন করতে পারবেন বলে জানান। তাছারা জেলেরা কোথায় আছে তা তাদের আসপাশের সকল জেলেদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। ভারতসহ বহি-বিশ্বের জেলেরা যেভাবে সাগর গিয়ে প্রচুর পরিমার মাছ শিকার করে সে রকম আমাদের দেশের জেলেরাও এই যন্ত্রের মাধ্যমে প্রচুর মাছ শিকার করতে পারবেন।