পাথরঘাটায় কাঁকড়া চাষে উদ্ভুদ্ধ করন ও চাষিদের মাঝে উপকরণ বিতরণ
বরগুনার পাথরঘাটায় বেসরকারী এনজিও সংগ্রাম এর আয়োজনে কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের চাষীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টার সময় চৌধুরী মাসুম টিবিএম কলেজের মিলনায়তনে এ সভা হয়।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মুনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এ সময় প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মো. মাসুম।
বক্তারা বলেন, কাকড়া চাষ একটি লাভজন ব্যাবসা। এবছর করোনা মহামারীর কারনে দেশের সকল স্থানেই ধস নেমে এসেছে। পাথরঘাটার এই প্রান্তি জনপদে এরকম কাকড়া চাষ গড়ে আমাদের জন্য ভাল, কিন্তু করোনর কারনে এ এলাকার এই ব্যাবসায় ধস নেমে এসেছিল। ইতমধ্যে চিন ও কোরিয়ার সাথে সরকারের কথা হয়েছে যাতে বন্ধ হওয়া রপ্তানী কাজ আবার শুরু হয়। আমরা আসা করছি যাতে আপনারা আগের অবস্থানে ফিরে যেতে পারবেন ।