লাঠিয়ালদের হামলায় কৃষকের মৃত্যু
গলাচিপায় ধান কাটা নিয়ে লাঠিয়ালদের হামলার ঘটনায় আহত কৃষক কাশেম মৃধা (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাশেম মৃধা গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের আজাহার মৃধার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে ধান কাটতে যায় পার্শ্ববর্তী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে ৩০/৩৫ জন লাঠিয়াল। এসময় গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের কৃষক কাশেম মৃধা বাঁধা দিলে লাঠিয়ালদের হামলায় কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা(২৮)সহ অন্তত ২৫জন আহত হয়।
গুরুত্বর আহত অবস্থায় কাশেম মৃধা ও সবুজ মৃধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোর রাতে কাশেম মৃধা মারা যান।
এছাড়া গুরুতর আহত বাবুল হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোলেমান মৃধাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি জানান, প্রতি বছরই ধান কাটার মৌসুমে ভোলার লাঠিয়ালরা আমাদের এলাকার কৃষকদের উৎপাদিত ফসল লুট করে নিয়ে যায়।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন জানান, ধান কাটা নিয়ে লাঠিয়ালদের হামলার ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এখনো কোন মামলা হয়নি।