পাথরঘাটায় ধর্ষণের মামলায় যেন কাউকে ফাঁসির আসামি না হতে হয়, মোস্তফা গোলাম কবির
ধর্ষণের মতো ঘৃণিত ঘটনার জন্ম দিয়ে পাথরঘাটা উপজেলায় কাউকে যেন মৃত্যুদণ্ডের আসামি হতে না হয়, এমন প্রত্যাশা করেছেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
তিনি বলেছেন, দেশ থেকে দুর্নীতি ওঠে যাবে। ধর্ষণসহ সব ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। কোন অপরাধী পার পাবে না। বরগুনার পাথরঘাটা উপজেলার পধ্মা বিট পুলিশিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ শনিবার এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, অপরাধ করে পার পেয়ে যাবেন, এমন মনে করবেন না। ইতোমধ্যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। আইনের কঠোর প্রয়োগ হবে।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এর সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে শনিবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলার ১০ বিটে একযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, সমাবেশে অংশগ্রহণ করতে পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনে মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তিনি আরো জানান ধর্ষণের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করাই এ সমাবেশের মূল উদ্দেশ্য। পাথরঘাটার সমাবেশ স্ব-স্ব বিটের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে।