বরগুনার পাথরঘাটায় ৮৫ বছরের বৃদ্ধার আত্মহত্যা

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২০ | আপডেট: ০৯:১২ পিএম, ১৪ অক্টোবর ২০২০

পাথরঘাটায় ৮৫ বছরের

বরগুনার পাথরঘাটায় মুনসুর আলী খলিফা নামে ৮৫ বছরের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে তার পরিবার থেকে জানানো হচ্ছে ঔষধের বোতল রেখে ভুলে কীটনাশক পান করায় তার মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে চারটায় দিকে উপজেলার উত্তর তালুকের চরদুয়ানীর আস্তাইন বাড়ীতে এ ঘটনা ঘটে।

মুনসুর আলী খলিফা মৃত্যু মোজাহার আলী খলিফা ছেলে।

মৃত্যু মনসুর আলী খলিফার ছেলে মোঃ বাদল খলিফা জানান তার বাবা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট এবং হৃদরোগে ভুগছিলেন। বিকেলে কাশির ঔষধ ভেবে ধানক্ষেতে দেয়ার কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে এনে পয়জন নিস্কাশন করার হয়।

তিনি আরো জানান বয়স বৃদ্ধির কারণে তার বাব মানসিক ভারসাম্যহীন হয় পড়েছিলেন কিছুদিন ধরে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লাবনী তালুকদার জানান বিকেল ছয়টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কীটনাশক পান করা মনসুর আহমেদ নামে একজন বৃদ্ধকে নিয়ে আসেন তার। আমরা তাৎক্ষণিকভাবে তার প্রয়োজন নিষ্কাশনের জন্য চিকিৎসাসেবা দিতে শুরু করি। এর একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)