বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ অক্টোবর ২০২০

বরগুনার পাথরঘাটা
বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে মোতালেব হোসেন (৭০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন।

মোতালেব হোসেন একই গ্রামের তোফেল মুসল্লির ছেলে।

স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানা যায়, সকালে মোতালেব হোসেন তার পাশের বাড়ির মতি ব্যাপারীর নারিকেলের গাছ পরিস্কার করার জন্য নারিকেল গাছে উঠে। গাছের পাশ থেকে হাইভোল্টেজ বিদ্যুতের তার থাকায় অসতর্কতা অবস্থায় নারিকেল গাছের পাতা গিয়ে তারের সাথে লাগে। তখন গাছে বসেই মোতালেব হোসেন বিদ্যুতায়িত হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতিকালেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ গ্রামের বাগান বাড়ির ভিতর থেকে বিদ্যুতের হাই ভোল্টেজের কভার বিহীন তার দিয়ে লাইন টানার কারণে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয়রা। গতবছর কাকচিড়া ইউনিয়নে এক পরিবারের তিনজন লোক একই ভাবে মৃত্যুবরণ করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)