ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঠবাড়িয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
সারা দেশে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে পাবলিক ইউনিভারসিটি স্টুডেন্ট আ্যাসোসিয়েশন অব মঠবাড়িয়া এ মানববন্ধনের আয়োজন করেন।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মানজুরুল হাসান, সিফাত উল্লাহ, সাজ্জাদ উল আজাদ, সাবিত হাসান, রিফাতুল ইসলাম, রাজু আহম্মেদ, সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদাউস, মো. নুহান, শামীম আহসান ও মশিউর রহমান মর্তুজা।
বক্তারা বলেন, প্রতিদিন, প্রতি মূহুর্তে প্রতিযোগিতা মূলক ধর্ষন বেড়েই যাচ্ছে। এগুলো প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহ্ববান জানিয়ে আরও বলেন ধর্ষক কোন দলের লোক নয়। তাদের পরিচয় শুধুই ধর্ষক। ধর্ষক কে ১৫ দিনের মধ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান।