মঠবাড়িয়ায় মানব কল্যাণ ঐক্য পরিষদ’র চিকিৎসা সহায়তা প্রদান
মঠবাড়িয়া প্রতিনিধি :
“মানবতার সেবায় অসহায় মানুষের পাশে” এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানব কল্যান ঐক্য পরিষদ (একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন) সুবিধাবঞ্চিত অসহায় ৪টি পরিবারের মাঝে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে।
আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে এ চিকিৎসা সহায়তা নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হক ও বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ।
এ চিকিৎসা সহায়তা বাবদ ৫ হাজার টাকা করে নগদ অর্থ পেয়েছেন উপজেলার টিকিকাটা ইউনিয়নের সেলিম মুন্সি , বেতমোর ইউনিয়নের রোকেয়া বেগম, রহিমা খাতুন, সাপলেজা ইউনিয়নের তাছলিমা বেগম।
এ অর্থ সহায়তা অনুষ্ঠানে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাৎ হোসেন খান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া ইউপি সদস্য ও মেম্বর এসোসিয়েসন এর সভাপতি জাহাঙ্গির হোসেন খান, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোস্তফা কামাল বুলেট, মানব কল্যান ঐক্য পরিষদ সভাপতি নুরুল আমীন রাসেল, সাংবাদিক আবুল কালাম আজাদ।
মানব কল্যাণ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী কুয়েত প্রবাসী মীর তারেক জানান, মানবিক কারণে আমরা সুবিধাবঞ্চিত অসহায় সামান্য আর্থিক সহায়তা করেছি। এ সময় তিনি এ সংগঠনের যারা এ সহায়তার জন্য অর্থ শ্রম ও মেধা দিয়ে সহোযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আমাদের এ সহায়তা অব্যহত থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মঠবাড়িয়া থানার অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার কর্তব্য। বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়ালে কোন মানুষকে কষ্ট পেতে হবে না। তাহলে আর কেউ অর্থের অভাবে অসময়ে কেউ মৃত্যুর পথযাত্রী হবে না। এ ধরনের সামাজিক কাজে আমার ব্যক্তিগত সহযোগিতা থাকবে।