রিফাত শরীফ হত্যা মামলায় শিশু আদালতে যুক্তিতর্ক শুরু
বরগুনা প্রতিনিধি
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্কদের প্রথম দিনের মধ্য যুক্তিতর্ক আজ সোমবার শিশু আদালতে শুরু হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এজলাসে আসন গ্রহণের পর রাষ্ট্রপক্ষের হয়ে মোস্তাফিজুর রহমান বাবুল তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
এ সময় আদালতে জামিনে থাকা ৮ আসামি চন্দন, মারুফ মল্লিক, মারুফ, প্রিন্স, নিয়ামত, রাতুল, শ্রাবন, নাজমুল হাসান এবং হাজতি আসামি রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ ও নাঈম আদালতে উপস্থিত ছিলেন।
১৪ শিশু আসামির আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
আজ রাষ্ট্রপক্ষ ১৬৪ ধারায় আদালতে দেয়া ৭ আসামির জবানবন্দী পর্যালোচনামূলক বক্তব্য হত্যাকাণ্ডের সাথে আসামির সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন। ১ ঘণ্টা রাষ্ট্রপক্ষের কৌসুলির যুক্তিতর্ক উপস্থাপনের পর আগামীকাল সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি করা হয়।