পাথরঘাটায় সাড়ে ৩ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় একটি অজগর সাপ উদ্ধার করেছে রুহিতা ভিটিআরটির সদস্যরা।
আজ সোমবার (৫ অক্টোবর) ৮টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের সাইকুল মাঝির বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপটি প্রায় ৩ফুট ৭ইঞ্চি লম্বা ও ১ কেজি ৪শ গ্রাম ওজনের।
ভিটিআরটির টিম লিডার মো. দুলাল হোসেন ও মো. ইব্রাহিম জানান, সাইকুল মাঝির বাড়ির পুকুরের পাশে ফেলে রাখা জালে আটকা পরে আজগর সাপটি। তিনি দেখে তাতক্ষনিক তাদের খবর দিলে আমরা এসে উদ্ধার করি। বন বিভাগের টেংরা ভিট কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে তার কাছে আমরা হহস্তান্তর করবো।
বন বিভাগের টেংরা ভিট কর্মকর্তা মো. সাইদুল হকের কাছে সকাল ৯টার দিকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান, আমি এরকম কিছুই জানিনা, এখন গুমাই কথা বলতে পারবো না।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)