পাথরঘাটা গাঁজাসহ আটক ১
বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ ছগির মোল্লা (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুর দেড়টার দিকে পাথরঘাটার পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের ব্রিজের পশ্চিম পাশের মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ছগির মোল্লা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ঝালিয়াঘাটা এলাকার মো. আবুল হাসেম মোল্লার ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ভিভাটেক চালক ছগির মোল্লাকে সন্দেহ হলে তাকে ও তার গাড়িতে তল্লাসী চালিয়ে ২০ গ্রাম গাজা পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক ছগিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরন করা হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)