মঠবাড়িয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২ অক্টোবর ২০২০

ছবিঃ সংগ্রহীতমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাহবুব পঞ্চায়েত (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তুষখালী বাসস্ট্যান্ডের মেসার্স আমেনা এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মাহবুব উপজেলার সদর ইউনিয়নের আঙ্গুল কাটা গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে থানা অফিসার ইনচার্জ এ জেড এম মাসুদুজ্জামান এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম, উপ সহকারী পরিদর্শক (এসআই) আজাদ, উপ সহকারী পরিদর্শক এসআই শফিকুল গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী বাসস্টান্ডে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিকের একটি বস্তায় ১০০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ মাহবুবকে গ্রেপ্তার করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান মিলু জানান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান এর নির্দেশে মঠবাড়িয়ায় মাদক বিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মাহবুব পঞ্চায়েত কে ১০০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মাহবুব পেশাদার একজন মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক এসআই মাইনুল ইসলাম বাদী হয়ে মাহবুব পঞ্চায়েতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)