পাথরঘাটায় অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
বরগুনার পাথরঘাটায় আগ্নেয়াস্ত্র (এয়ারগান), ৫০ রাউন্ড গোলাবারুদ ও ৫০ পিচ ইয়াবাসহ মামুন খান (২০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা সদস্যরা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) সন্ধা ৪টা ২০ মিনিটের সময় উপজেলার কালীপুর এলাকা থেকে তাকে আটক করে।
আটক মামুন খান (২০) কাঠালতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিপুর গ্রামের মো. মজিবুর রহমান খানের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি এয়ারগান, ৫০ রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের পেটি অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিপুর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মামুন খানকে সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাসী করা হয়। এসময় তার কাছে ৫০ পিচ ইয়াবাসহ আটক করি। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে কিছু না বলায় স্থানীয়দের কাছে জানতে পারি তার একটি এয়ারগান (আগ্নেয়াস্ত্র) আছে। পরে তার বাড়িতে গিয়ে জানালা থেকেই দেখতে পারি ঘরে রাখা আছে। এসময় তার কাছে লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেনি। তখন ৫০ রাউন্ড গুলিসহ এয়ারগানটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, পাথরঘাটা থানায় অস্ত্র ও মাদক মামলা করে সোপর্দ করা হবে।