পাথরঘাটায় টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
বরগুনার পাথরঘাটায় টানা ৫দিন ধরে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। একদিকে বৃষ্টিপাত অন্য দিকে নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ফলে এই বৃস্টির পানি নামতে না পাড়ায় অনেক এস্থানে জলাবদ্ধতায় পরিনত হচ্ছে।
এই পানির চাপে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে।
একদিকে একটানা বৃষ্টিপাত অন্য দিকে করোনার প্রভাব এনিয়ে বেশি দুর্ভোগে পড়েছে উপজেলার নিম্ন আয়ের মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যারা বৃষ্টির মধ্যে ঘর থেকে বাইরে বের হচ্ছে তাদের দুর্ভোগের শেষ নেই।
পাথরঘাটা পৌর শহরের রিকসা চালকরা জানান, এই বৃষ্টির কারনে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। তাতে তাদের সংসারে নেমে এসেছে দুর্ভোগ, অন্য দিকে করোনা ভাইরাসের ভয়তো আছেন। দুটো মিলিয়ে এখন তাদের খুব দুরবস্থা বিরাজ করছে।
কৃষক কামাল হোসেন ও মনির জানান, জোয়ারে পানি ও একটানা বৃষ্টিতে নিম্ন এলাকায় আমনের বীজতলা ডুবে যাচ্ছে। এই বৃষ্টিপাত অভ্যাহত থাকলে তাদের ধানের বীচের অনেক ক্ষতি হতে পারে। তবে ভাটায় সময় পানি কিছুটা নেমে যাচ্ছে। এই ভাবে আর কয়েকদিন বৃষ্টিপাত চলতে থাকলে নিম্ন এলাকায় আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হতে পারে।