মঠবাড়িয়ায় এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
মো: মনির আকন , মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, এসআই মাইনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ডাঃ প্রীতম কুমার পাইক, সাংবাদিক ইসমাইল হোসেন, ঈমাম মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ইলিয়াচ মিঞা, পরিসংখ্যানবিদ সঞ্জীব কুমার দেবনাথ প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আলী হাসান জানান, আগামী ৪ অক্টেবর থেকে দুইধাপে পৌর শহরে ০১ বছর থেকে ৫ বছরের কম বয়সী ২১‘শ শিশুকে লাল রংয়ের ও ৬ থেকে ১১ মাস বয়সী ২৪৯ জন শিশুকে সবুজ রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা পর্যায় ০১ বছর থেকে ৫ বছরের কম বয়সী ২৪ হাজার শিশুকে লাল রংয়ের ও ৬ থেকে ১১ মাস বয়সী ৩২‘শ শিশুকে সবুজ রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।