পাথরঘাটায় গাঁজা চাষীকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রাম থেকে দুটো গাঁজা গাছসহ সোহেল হাওলাদার নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৮।
আজ বুধবার র্যাব-৮ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে টবে লাগানো দুটো গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
পটুয়াখালী র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানিয়েছেন, বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাচনাপাড়া গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের বাড়িতে মঙ্গলবার রাতে তারা অভিযান চালিয়েছেন।
তারা বাড়ির ছাদে টবে লাগানো দুটো গাঁজা গাছসহ নিজাম উদ্দিন হাওলাদের ছেলে সোহেল হাওলাদারকে (২৯) আটক করেন। র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরও জানান, সোহেল তাদের কাছে ২০-২৫টি গাঁজা গাছের চারা লাগানোর কথা স্বীকার করেছে।
তবে অতি বৃষ্টির কারণে দুটো ছাড়া বাকি গাছগুলো মরে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নিজে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা করা হয়েছে